নোটিশ দেখুন

ডিসেবিলিটি ইনফরমেশন সিস্টেম (www.dis.gov.bd) ইউজার আইডি এবং পাসওর্য়াড পরির্বতন।



বিষয়: ডিসেবিলিটি ইনফরমেশন সিস্টেম (www.dis.gov.bd) ইউজার আইডি এবং পাসওর্য়াড পরির্বতন। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে, Disability Information System(DIS) এর সফটওয়্যারটি সফলভাবে আপগ্রেড করা হয়েছে। Disability Information System(DIS) এর নতুন সফটওয়্যারের কার্যক্রম সঠিক ও নিরাপদভাবে পরিচালনার জন্য উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা/শহর সমাজসেবা অফিসার এবং ডাটাএন্ট্রি অপারেটরদের ইউজার আইডি ও পাসওর্য়াড পরির্বতন করা হয়েছে। ২। পরিবর্তিত ইউজার আইডি ও পাসওর্য়াড পাওয়ার জন্য নিজ নিজ উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ের অফিসিয়াল ই-মেইল থেকে পূর্বের ইউজার আইডিসহ নিন্মস্বাক্ষরকারী বরাবর ৩ (তিন) কর্মদিবসের মধ্যে আবেদন করার ([email protected] - ই-মেইল যোগে) জন্য অনুরোধ করা হলো।