DIS (www.dis.gov.bd) এ নিবন্ধিত কোন প্রতিবন্ধী ব্যক্তি ইতোমধ্যে মৃত্যুবরণ করে থাকলে তার তথ্য হালনাগাদ করা সংক্রান্ত।
DIS এ তথ্য নিয়মিত হালনাগাদ করার লক্ষ্যে এ সিস্টেমে নিবন্ধিত কোন প্রতিবন্ধী ব্যক্তি ইতোমধ্যে মৃত্যুবরণ করে থাকলে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৮ ‘মৃত্যু নিবন্ধন সনদ’ [ (বিধি ১১ ও ১২) জমনি ফরম-৬] আওতায় মৃত্যু সনদপত্র যাচাইপূর্বক উপজেলা/শহর সমাজসেবা কর্মকর্তার আইডি ব্যবহার করে সফটওয়্যারে তথ্য ব্যবস্থাপনার (মৃত ব্যক্তির তথ্য হালনাগাদ) মেনু থেকে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য ডাটাবেজে অন্তর্ভূক্ত ইতোপূর্বে মৃত প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য আগামী ১৫ অক্টোবর ২০২১ এর মধ্যে হালনাগাদ করতে হবে এবং পরবর্তীতে নিয়মিতভাবে এটি হালনাগাদ করে যেতে হবে।