প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য হালনাগাদকরণের লক্ষ্যে মৃত প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য DIS সফটওয়্যারে সন্নিবেশকরণ।
‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013’ এবং ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা 2015’ এর আলোকে প্রতিবন্ধিতা শনাক্তকরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং শনাক্তকৃত প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য Disability Information System (DIS) সফটওয়্যারে প্রতিনিয়ত সংরক্ষিত হচ্ছে। তবে কর্মসূচির ভিত্তিবছর হতে এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক প্রতিবন্ধী ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, যাদের তথ্য সফটওয়্যারে উল্লেখ না করার কারণে বিদ্যামান প্রতিবন্ধী ব্যক্তিদের প্রকৃত সংখ্যা/তথ্য পাওয়া যাচ্ছে না। প্রকৃত সংখ্যা/তথ্য না পাওয়া যাওয়ায় প্রতিবন্ধীদের জন্য পরিকল্পনা প্রণয়ণসহ সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ সম্ভব হচ্ছে না। ইতোপূর্বে স্মারক নং 41.01.0000.082.06.001.17.197 তারিখ 06/09/2020 খ্রি. মূলে পত্র প্রেরণ করা হলেও এ বিষয়ে কোন অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। এমতাবস্থায়, প্রতিবন্ধী ব্যক্তির প্রকৃত সংখ্যা/তথ্য পাওয়ার লক্ষ্যে আপনার উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা 2018’ এর আওতায় মৃত্যু নিবন্ধন সনদ যাচাইপূর্বক সফটওয়্যারে সন্নিবেশ করার জন্য অনুরোধ করা হলো।