Disability Information System (DIS) সফটওয়্যারে সংরক্ষিত ডাটাসমূহ NID/BDRIS ডাটার সঙ্গে যাচাই।
বিষয়: Disability Information System (DIS) সফটওয়্যারে সংরক্ষিত ডাটাসমূহ NID/BDRIS ডাটার সঙ্গে যাচাই। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ এর ধারা 31(1) এবং বিধিমালা-২০১৫ এর বিধি 4(1) অনুযায়ী সারাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্তকরণ, নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান কর্মসূচি চলমান রয়েছে। নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য-উপাত্ত Disability Information System (www.dis.gov.bd) এ সংরক্ষণ করা হচ্ছে। সরকার ইতোমধ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তির তথ্য-উপাত্ত ব্যবহার নীতিমালা-2021’ অনুমোদন করেছে। সে মোতাবেক সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধী ব্যক্তির তথ্য ভান্ডার-এ রক্ষিত ডাটা ব্যবহারের সুযোগ পাচ্ছে যা এ অধিদফতরের সুনাম অনেকাংশে বৃদ্ধি করছে। 02। বর্তমানে অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনের ক্ষেত্রে DIS এর সাথে যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। 2012-13 অর্থবছর হতে DIS এ Data Entry এর কাজ চলছে। শুরু হতে DIS এর সাথে NID/BDRIS Server এর API সংযোগ না থাকায় যাচাই ছাড়াই তথ্য সন্নিবেশিত হয়েছে। ফলে সংরক্ষিত ডাটার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রেও জটিলতা সৃষ্টি হচ্ছে। 03। DIS ডাটাবেইজে 18 বছরের উর্ধ্বে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য NID সার্ভারে সংরক্ষিত ডাটার সাথে যাচাই করার লক্ষ্যে DIS (www.dis.gov.bd) এ যাচাই অপশন চালু করা হয়েছে। উপজেলা/শহর সমাজসেবা অফিসারের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিবন্ধী ব্যক্তির তথ্য উপাত্ত যাচাই করে তথ্য হালনাগাদ করার লক্ষ্যে এ বিষয়ে ইতোপূর্বে স্মারক নম্বর: ৪১.০১.০০০০.082.০৬.001.1৭.790 তারিখ 11 এপ্রিল 2022 মূলে (ইউজার ম্যানুয়াল সংযুক্তসহ) পত্র দেয়া হয়েছিল। কিন্তু বর্ণিত বিষয়ে মাঠপর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। 04। জন্ম-মৃত্যু নিবন্ধন ডাটাবেইজ (BDRIS) এর সাথে MIS এর মধ্যে API এর মাধ্যমে সংযোগ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই সংযোগ স্থাপিত হবে। তখন 18 বছরের নীচে বয়সী প্রতিবন্ধী ব্যক্তির তথ্য BDRIS এর সাথে যাচাই করা সম্ভব হবে। 05। এমতাবস্থায়, উপজেলা/শহর সমাজসেবা অফিসার তার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইতোমধ্যে DIS এ সন্নিবেশিত 18 বছরের উর্ধ্বে প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য NID সার্ভারে সংরক্ষিত তথ্যের সাথে যাচাইপূর্বক হালনাগাদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো (ডাটা ভেলিডেশন ইউজার ম্যানুয়াল সংযুক্ত)। বিষয়টি অতীব জরুরী।